ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল রোববার রাতে ভারতের ফুলবাড়ী-১৭১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এদিকে, নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক বলে সংবাদ প্রকাশ করে একাধিক গণমাধ্যম। সেখানে বলা হয়, রাজ্জাক একজন গরু ব্যবসায়ী। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী সরকার বস্তি গ্রামের বাসিন্দা।
তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহসীন রেজা জানিয়েছেন, আবদুর রাজ্জাক নামে ওই ব্যক্তি জীবিত। বিজিবির পক্ষ থেকে ওই গ্রামে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে। তিনি মারা যাননি।
বড় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, গতকাল রাতে ভারতের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ সদস্যরা গুলি করে। সেই গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল বাশার বলেন, ভারতে বিএসএফ সদস্যের গুলিতে একজন মারা গেছে।