ফেনীতে ১০ গ্রাম প্লাবিত
ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার ১০টি গ্রাম নতুন করে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এদিকে সাহাপুর ও দৌলতপুরে মুহুরী নদীর বাঁধের ভাঙা স্থান দিয়ে ভারতের উজান থেকে নেমে আসা পানির প্রবেশ অব্যাহত রয়েছে। তবে আশার কথা হলো এ পানি ধীরে ধীরে ভাটির দিকে নেমে যাচ্ছে।
এদিকে আজ রোববার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দুর্ভোগকে আরো বাড়িয়ে দিয়েছে। পানির কারণে ফেনীর সঙ্গে ফুলগাজী ও পরশুরামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পানিতে পুকুর ও মাছের খামার ভেসে যাওয়ায় ব্যাপকভাবে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা।
পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী রমজান আলী প্রামাণিক বলেন, ফ্লাশ ফ্লাড হওয়ায় এ এলাকায় সাধারণত বন্যার পানি দীর্ঘ সময় জমে থাকে না। বন্যার পানি দ্রুত সরে যায়, তাই বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হয়। পানি সরে গেলে ও বৃষ্টি বন্ধ হলে বাঁধের মেরামতের কাজ শুরু করা হবে জানান তিনি।