নদী ভাঙনে ভোলা-লক্ষ্মীপুর পথে ফেরি চলাচল বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল মেঘনা নদীর ঢেউয়ের আঘাতে ভোলার ইলিশা ফেরিঘাটের সংযোগ সড়ক বিলীন হয়ে গেছে। ফলে অনির্দিষ্টকালের জন্য ভোলা- লক্ষ্মীপুর পথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ভাঙনে বিলীন হয়ে গেছে অর্ধশত ব্যবসাপ্রতিষ্ঠান।
গত দুই দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেঘনা নদী এখন প্রচণ্ড উত্তাল। প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ভোলা-লক্ষ্মীপুর পথের ইলিশা পাকার মাথা নামক স্থানটি আজ সোমবার ভোর রাতে নদীতে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। ফলে ভোলা-লক্ষ্মীপুর পথে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বন্ধ হয়ে গেছে এই পথ দিয়ে চলাচলকারী বরিশাল, খুলনাসহ দক্ষিণাঞ্চলীয় ২১টি জেলার যানবাহন চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. আবু আলম জানান, উত্তাল মেঘনা নদীর ঢেউয়ের আঘাতে ভোলা ইলিশা ফেরিঘাটের সংযোগ সড়কটি ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে ভোলা-লক্ষ্মীপুর পথের ফেরি চলাচল। কবে নাগাদ ফেরি চলাচল চালু করা সম্ভব হবে তা বলা যাচ্ছে না।
এদিকে ঘাটে ফেরি থাকলেও রাস্তা ভেঙে যাওয়ায় ফেরিতে উঠতে পারছে না কোনো যানবাহন। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে ঈদে বাড়ি আসা শত শত মানুষ। এখন কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য বিকল্প উপায় খুঁজছে তারা।
এই ভাঙনে একইসাথে বিলীন হয়ে গেছে পাকার মাথা নামক স্থানে থাকা একটি মাছঘাটের অর্ধশত ব্যবসায়িক প্রতিষ্ঠান। নদীর ভাঙন তীব্র হওয়ায় এলাকার মানুষ দ্রুত ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছে।