ফুলগাজীতে বন্যা পরিস্থিতির উন্নতি, দাগনভূঞায় অপরিবর্তিত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ভাটির দিকে নেমে যাওয়ায় ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তবে দাগনভূঞা উপজেলায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেনীর নির্বাহী প্রকৌশলী রমজান আলী প্রামাণিক জানান, মুহুরী নদীর পানি আজ বুধবার দুপুর ১২টার দিকে পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। তিনি সদর উপজেলার শর্শিদি, আবুপুর এলাকার বন্যাদুর্গত এক হাজার ৬০০ পরিবারের মধ্যে ৩০ টন ত্রাণ বিতরণ করেন। প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন, লবণ, চিনিসহ বিভিন্ন ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।