নলছিটিতে ফেনসিডিলসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
ঝালকাঠির নলছিটিতে ৩২০ বোতল ও ২০ লিটার তরল ফেনসিডিলসহ যুবলীগ নেতা নূরে আলম খানকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দপদপিয়া খেয়াঘাটসংলগ্ন বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নূরে আলম খান দপদপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বরিশাল র্যাব-৮-এর উপসহকারী পরিচালক আবদুর রহিম জানান, নূরে আলম খান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব দপদপিয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ৩২০ বোতল ও ২০ লিটার তরল ফেনসিডিলসহ বিক্রেতা নূরে আলম খানকে গ্রেপ্তার করা হয়।
নূরে আলমের বাড়ি দপদপিয়া গ্রামে। আজ বুধবার সকালে তাঁকে নলছিটি থানায় সোপর্দ করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, নূরে আলমের বিরুদ্ধে র্যার-৮-এর উপসহকারী পরিচালক আবদুর রহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে একটি মামলা করেন।