ঝালকাঠিতে কলেজছাত্রীকে ধর্ষণ, চিত্র ইন্টারনেটে
ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের পর সেই চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার রাতে কলেজছাত্রীর বাবা রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তার পরই পুলিশ দুলাল মিস্ত্রি ও তাঁর স্ত্রী পূর্ণিমা রাণী মিস্ত্রিকে গ্রেপ্তার করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস এনটিভি অনলাইনকে জানান, প্রেমের ফাঁদে ফেলে কয়েক মাস আগে কানুদাসকাঠি এলাকার যুবক ফয়জুল কলেজছাত্রীকে ধর্ষণ করে। এ সময় স্থিরচিত্র মোবাইলে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
আজ বৃহস্পতিবার দুপুরে কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।