ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি
ফেনীর ফুলগাজী, সদর ও দাগনভুঞা উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ সব এলাকায় বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকালে মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার দুই দশমিক ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রমজান আলী প্রামাণিক জানান, ছোট ফেনী নদীর নোয়াখালী অংশে স্থানীয়রা মাছ ধরার জন্য ছোট ছোট কয়েকটি বাঁধ দিয়েছিল। সেগুলো এখন পানির নিচে থাকায় পানি সরতে সমস্যা হচ্ছে। একইভাবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকায় নতুন নির্মিত মুছাপুর রেগুলেটরের একটি সেকশন কাজ করছে না, তাই পানি নামতে সময় লাগছে।
এ দিকে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী আজ ফেনী সদর উপজেলার পাছগাছিয়া, লক্ষ্মীয়ারা, বিরলী এলাকার বন্যাদুর্গত ৮০০ পরিবার ও ফুলাগাজী উপজেলায় ৬০০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি সয়াবিন তেল, লবণ, চিনিসহ প্রায় ২৫ মেট্রিক টন বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। সকালে তিনি দাগনভুঞা উপজেলার রাজাপুর ও সিন্দুরপুর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।