গোপালগঞ্জে সাবেক ছাত্রনেতা রাকিবের মৃত্যুবার্ষিকী পালিত
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রাকিব হোসেন তুষারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ কর্মসূচি পালন করে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের স্বর্ণ টাওয়ারে দলীয় কার্যালয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহসিন উদ্দিন সিকদারের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ রুহুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্রামুজ্জামান আকরাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদ, সাবেক সভাপতি ও তুষারের ভাই আরিফ হোসেন খান জুয়েল প্রমুখ।
সভা শেষে তুষারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শহরে একটি শোকর্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে রাকিব হোসেন খান তুষারের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিএনপি সরকারের সময় ২০০৪ সালের ৩১ জুলাই দিনব্যাপী শ্রমিক ধর্মঘট চলাকালে গুলিতে রাকিব হোসেন তুষার নিহত হন।