পরিত্যক্ত ঘরে মিলল আদিবাসী যুবকের লাশ
ঠাকুরগাঁও সদর উপজেলায় সুধীর পাহান (৪২) নামের এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ফকদরপুর গ্রামের ফয়জুল ইসলামের একটি পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফয়জুল ইসলাম জানান, দেড় বছর ধরে শ্রমিক সুধীর তাঁর বাড়িতে থাকতেন। সুধীরের বাড়ি রংপুরে। কাজ শেষে একটি পরিত্যক্ত ঘরে রাত্রিযাপন করতেন। গত সোমবার সকালে সুধীরের সঙ্গে সর্বশেষ তাঁর দেখা হয়। আজ সকালে সুধীরের ঘর থেকে গন্ধ আসতে থাকে। পরে সেখানে গিয়ে তাঁর লাশটি দেখে পুলিশকে জানানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ প্রতিবেদন পাওয়া গেলে বোঝা যাবে।