ঝালকাঠিতে সিমেন্টসহ ট্রলার ডুবি
ঝালকাঠিতে আজ শনিবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। কখনো কখনো হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া বইছে। সুগন্ধা ও বিষখালী নদীতে স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বসতঘর, রাস্তাঘাট ও মাছের ঘের।
এদিকে কাঁঠালিয়ায় আজ শনিবার সকালে ৮৩২ বস্তা সিমেন্টসহ একটি কার্গো নদীতে ডুবে গেছে। উপজেলা সদরের হাসপাতাল ঘাট সংলগ্ন বিষখালী নদীর মোহনায় কার্গো ডুবির এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সিমেন্টের মালিক কাঁঠালিয়া উপজেলা সদরের ব্যবসায়ী মনিরুল আহসান রিয়াজ জানান, মংলা বন্দর থেকে আবদুল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি কার্গো ৮৩২ বস্তা সিমেন্ট নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় কাঁঠালিয়া ঘাটে আসে। আজ শনিবার সকালে সিমেন্ট খালাস করার কথা ছিল। এর আগেই ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে কার্গোটির তলা ফেটে ডুবে যায়। এ সময় কার্গোর চালক ও এক কর্মচারী সাঁতরে নদীর তীরে ওঠেন।
তবে কার্গোর অবস্থান নির্ণয়ের জন্য ট্রলারে করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। অবস্থান নির্ণয় হলে উদ্ধারকাজ শুরু হবে বলে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ আমির উদ্দিন জানিয়েছেন।
অপরদিকে সুগন্ধা ও বিষখালী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। বিষখালী নদী তীরে বেঁড়িবাধ না থাকায় পানি ডুকে পড়েছে রাজাপুর ও কাঁঠালিয়ার অর্ধশতাধিক গ্রামে। পানিবন্দী হয়ে পড়েছে দুই শতাধিক পরিবার।