ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তের ভারত অংশে মানিক (২৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পর আজ রোববার ভোররাতে মানিককে আটক করা হয়।
ওই যুবকের বাড়ি বালিয়াডাঙ্গীর আমজানখোর ইউনিয়নের জুগিহার গ্রামে। তাঁর বাবার নাম মিন্টু।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, রোববার ভোররাতে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে যান মানিক। এ সময় ভারতের হাটখোলা ১৭১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করেন।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদেমুল বাশার জানান, আটক মানিককে ভারতের পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ। তাঁকে ফেরত চেয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।