ঝালকাঠিতে তিন শতাধিক পরিবার পানিবন্দি
গত দুদিন ধরে চলা বৃষ্টিপাতে ঝালকাঠির বিভিন্ন স্থানে নদীর পানি বেড়েছে। এতে কয়েকটি গ্রাম তলিয়ে তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পুরো জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া বইছে। এতে সুগন্ধা ও বিষখালী নদীতে স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট পানি বেড়েছে। তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। পানি ঢুকে পড়েছে শহরের কলাবাগান, নতুনচর, কৃষ্ণকাঠি, বাঁশপট্টি, পৌরসভা খেয়াঘাট ও কলেজ খেয়াঘাট এলাকায়।
বিষখালী নদীর তীরে বেড়িবাঁধ না থাকায় পানি ঢুকে পড়েছে রাজাপুর উপজেলার তিনটি ইউনিয়ন, কাঁঠালিয়া উপজেলার তিনটি ইউনিয়ন ও নলছিটি উপজেলার দুটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে।
জোয়ারের পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত ও অন্তত ২০টি মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হচ্ছে কলাগাছের বাগান ও পানের বরজ।
পানি বাড়ায় দুদিন ধরে বন্ধ রয়েছে নলছিটি-ষাইটপাকিয়া ফেরিঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল।