অটোরিকশা বন্ধের দাবিতে বাস মালিকদের ধর্মঘট
মহাসড়কে ব্যাটারিচালিত থ্রি-হুইলারসহ তিন চাকার সব ধরনের যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট ডেকেছে বরিশাল বাস মালিক সমিতি। আজ সোমবার সকালে এর সঙ্গে একাত্ম হয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি।
জেলা বাসস্ট্যান্ডে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ঝালকাঠি থেকে ঢাকা, বগুড়া, পাবনা, ফরিদপুরসহ দূরপাল্লার আট রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। তবে ঝালকাঠি থেকে রাজাপুর ও পিরোজপুর রুটে বাস চলাচল করছে।
ঝালকাঠি-বরিশাল রুটে বাসগুলো ঝালকাঠি থেকে ছেড়ে কালিজিরা পর্যন্ত চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মাঝপথে নামিয়ে দেওয়ায় বাধ্য হয়ে তাঁরা অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প বাহন মোটরসাইকেলে যাতায়াত করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহাদুর চৌধুরী জানান, মহাসড়কে ব্যাটারিচালিত থ্রি-হুইলারসহ সব ধরনের তিন চাকার যানবাহন চলাচল বন্ধ না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না।