ভূমি বেদখলের অভিযোগে মানিকছড়িতে সড়ক অবরোধ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বগামারা, বক্রিপাড়া ও মনাদংপাড়ায় ভূমি বেদখলের অভিযোগে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয় আদিবাসীরা।
মানিকছড়ি ভূমি রক্ষা কমিটির ডাকে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এ অবরোধ শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত।
অবরোধ সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে পিকেটিং করেছেন। এতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। তবে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেনাবাহিনী উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি মানিকছড়ি উপজেলার বগামারা, বক্রিপাড়া ও মনাদংপাড়ায় বাঙালিদের কবুলিয়তভুক্ত জমি নিজেদের দাবি করে বৌদ্ধবিহার নির্মাণ করতে যান আদিবাসীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বুধবার নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে কাল বিকেলে মানিকছড়ি ভূমি রক্ষা কমিটির ব্যানারে সড়কে অবরোধ ও বিক্ষোভ শেষে অবরোধের ডাক দেওয়া হয়।
অবরোধের বিষয়ে জানতে চাইলে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অবরোধের প্রভাব পড়েনি। যানবাহন স্বাভাবিক চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।