ঠাকুরগাঁওয়ে বাস উল্টে তিনজন নিহত
ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী মিনিবাস উল্টে দুইযাত্রীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন বাসযাত্রী জোসনা (২৮), মলিন (৬০) ও বাস চালকের সহকারী বাবুল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী মা এন্টারপ্রাইজের একটি বাস মাদারগঞ্জ বিমানবন্দর এলাকায় পৌঁছালে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস চালকের সহকারী বাবুল মারা যান। আহত ১২ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে অন্তঃসত্ত্বা জোসনা ও মলিন মারা যায়।