নীলাদ্রি হত্যার ঘটনায় খিলগাঁও থানায় মামলা
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যার ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন তাঁর স্ত্রী আশা মনি। গতকাল শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন তিনি।
খিলগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বলেন, ‘গতকাল রাত ১২টার আগেই নীলাদ্রির স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে চারজনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ১১।’
গতকাল দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে নিজ বাসায় ব্লগার নীলাদ্রিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ‘নিলয় নীল’ নামে ব্লগে লিখতেন। ফেসবুকেও তিনি ওই নামেই ছিলেন।
গতকাল নীলাদ্রির স্ত্রী আশা মনি বলেন, ‘বাসা ভাড়ার নাম করে একজন যুবক আমাদের বাসার ভেতরে ঢুকে বিভিন্ন রুম ঘুরে দেখতে থাকে। এ সময় নীলাদ্রি বাড়িওয়ালার সঙ্গে তাকে যোগাযোগ করতে বললে যুবকটি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে যুবকটি ফোন দিয়ে আরো দুজনকে ডেকে আনেন। এর পর ধারালো অস্ত্রের আঘাতে নীলাদ্রিকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’
বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সদস্য ব্লগার নীলাদ্রিকে হত্যার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ভারতীয় উপমহাদেশ আল-কায়েদার (একিউআইএস) শাখা আনসার আল ইসলাম। সংগঠনটির মুখপাত্র মুফতি আবদুল্লাহ আশরাফের নামে [email protected] ইমেইল ঠিকানা থেকে গতকাল সন্ধ্যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠানো হয়। এতে নীলাদ্রি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সংগঠনটি।