সোনাইমুড়ীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ীতে মো. মিলন নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার দেওটি গ্রামের ঈদগাঁ মাঠের কাছে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মিলন দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক । তিনি স্থানীয় মুহুরীগঞ্জ বাজারে ডেকোরেটরের ব্যবসা করতেন। তিনি দেউটির উত্তরপাড়ার নাদেরুজ্জামান মিয়ার ছেলে। তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
মিলনের বাবা নাদেরুজ্জামান মিয়া জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে তাঁর ছেলে মিলনকে কেউ ফোন করে ঘর থেকে ডেকে নিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। আজ সকালে তাঁর লাশ পাওয়া যায়।
মিলনের ছোট ভাই মো. মাসুম অভিযোগ করে বলেন, স্থানীয় সাহা গ্রুপের নামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে একটি গ্রুপ। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। কয়েকদিন ধরে মিলনের ডেকোরেশনের দোকানে এসে এই গ্রুপের লোকজন তাঁর কাছে চাঁদা দাবি করে। এই বিষয় নিয়ে তাদের সঙ্গে মিলনের কয়েক দফা বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে গতকাল রাতে তাঁকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে তারা।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।