ঝালকাঠির আওয়ামী লীগের মানববন্ধন
ঝালকাঠিতে এক ইউনিয়ন যুবলীগ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম দোলনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে ইউনিয়ন আওয়ামী লীগ এই মানববন্ধন আয়োজন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে নলছিটি-মোল্লারহাট সড়কের স্থানীয় বি জে ইউনিয়ন একাডেমি বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্ত্যব রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ খান, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ফোরকান, ছাত্রলীগ সভাপতি মানসুর খান, যুগ্ম আহ্বায়ক সোহাগ খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জাহিদুল ইসলাম দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধনে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন। একই দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে সুবিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোদণ্ডা গ্রামের আবদুল মালেক হত্যা মামলার আসামি জাহিদুল ইসলাম দোলন। আর আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে গত ২ জুলাই আবদুল মালেক বিষপানে আত্মহত্যা করেছেন। এর ১২ দিন পরে একটি প্রভাবশালী মহল লোভ দেখিয়ে আবদুল মালেকের স্ত্রী আনোয়ারা বেগমকে দিয়ে ঝালকাঠির আদালতে একটি হত্যা মামলা করান। এতে জাহিদুল ইসলাম দোলনকে আসামি করা হয়।