ঠাকুরগাঁওয়ে ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ
ঠাকুরগাঁও শহরের উত্তর পাশের সেনুয়া বেইলি ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙে পড়েছে। এতে ১০টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে ওই সব এলাকার সাধারণ মানুষ।
ব্রিজটি ভেঙে যাওয়ার সময় এর ওপর থাকা বরুনাগাঁও এলাকার আইনুল হক (৬৫) নামের একজন পথচারী আহত হন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি কয়লাবোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ সেনুয়া বেইলি ব্রিজের ওপর উঠলেই ব্রিজটির উত্তর পাশের অংশটি ভেঙে পড়ে।
প্রত্যদক্ষর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও শহরের বরুনাগাঁও নামক স্থানে সেনুয়া বেইলি ব্রিজটি অবস্থিত। অনেক আগেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এলজিইডি কর্তৃপক্ষ। শহরের ফাড়াবাড়ি এলাকায় ঠিকাদার রামবাবুর ইটভাটায় কয়লা নেওয়ার সময় আজ সন্ধ্যায় ১০ চাকার ট্রাকটি অতিরিক্ত ওজনের কারণে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে পড়ে। এ সময় একজন পথচারী আহত হন।
ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মণ জানান, সেনুয়া বেইলি ব্রিজটি অনেকদিন আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবু ওই ব্রিজটি দিয়ে মানুষ ভারী যানবাহন নিয়ে চলাচল করছিল। ফলে ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজ মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। দ্রুত ব্রিজ মেরামত করে যান চলাচলের জন্য স্বাভাবিক করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আবদুল আওয়াল বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি। ব্রিজটি ভেঙে যাওয়ায় অনেক মানুষের অসুবিধা হয়েছে। ব্রিজটি মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’