সীমা লঙ্ঘন করবেন না : আইজিপি
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সীমা লঙ্ঘন করে এমন কোনো লেখা লিখতে বারণ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। কারো কোনো লেখায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে তিনি মামলা করার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে সেই লেখককে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।
urgentPhoto
আজ রোববার রাজধানীতে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহীদুল হক এ কথা বলেন।
শহীদুল হক বলেন, ‘যদি কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত পায়, সে মামলা করুক। আমরা সাহায্য সহযোগিতা করব। মামলা করলে আমরা গ্রেপ্তার করব। তাকে আইনের আওতায় আনব। সাজা যাতে হয় সে ব্যবস্থা আমরা করব। আমার সে অনুরোধ থাকবে। পাশাপাশি যারা মুক্তমনা, যারা লিখেন আর এখানে যাঁরা আছেন সবার কাছে অনুরোধ, আমরা যেন সীমা লঙ্ঘন না করি। আমাদের এমন কিছু বলা উচিত না, আমাদের এমন কিছু লেখা উচিত না, যেখানে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তা করা উচিত না। সেটা আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি।’
আইজিপি ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়ের হত্যার নিন্দা জানিয়ে বলেন, ‘প্রথমেই আমরা নিন্দা জানাই এ হত্যার। হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের ব্যবস্থা করার প্রতিশ্রুতি আমরা দিলাম।’
থানায় ব্লগার নিলয়ের অভিযোগ নেওয়ার ব্যাপারে শহীদুল হক বলেন, ‘আমরা তদন্ত অব্যাহত রেখেছি। যদি এ রকম তথ্য পাওয়া যায় সে জিডি করতে গিয়েছিল, জিডি নেয়নি। প্রমাণ করতে পারলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নিব।’
দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যার ব্যাপারে আইজিপি বলেন, ‘তিনটি শিশু হত্যার অপরাধ প্রক্রিয়ায় কোনোটির সঙ্গে কোনোটির মিল নেই। কোনো সংঘবদ্ধ চক্রের সদস্য তা ঘটায়নি। বিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তি বা ক্যক্তিবর্গ তাদের মনোস্তাত্ত্বিক বিকৃতি, নৈতিকতার স্খলনের কারণে ঘটিয়েছে।’
এ ছাড়া পুলিশের কর্মকাণ্ড নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে শহীদুল হক বলেন, ‘পুলিশ আসামি ধরতে এবং তদন্তে আশি ভাগ সফল।’