ঠাকুরগাঁওয়ে ‘জমি নিয়ে তর্ক’, কুড়ালের কোপে একজন নিহত
ঠাকুরগাঁও সদর উপজেলায় জমি নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে কুড়ালের কোপে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রহিমানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আনিছুর রহমান (৪০)। আটক যুবকের নাম সুজন (২৫)।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) সিফাতুল মাসদার ও পরিবারের সদস্যরা জানান, রহিমানপুর মাদ্রাসা বাজারে আনিছুর ও সুজনের মধ্যে জমি নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সুজন কুড়াল দিয়ে আনিসুরকে কোপাতে থাকেন। পরে স্থানীয় লোকজন আনিছুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ সময় স্থানীয় লোকজন সুজনকে আটক করে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।