শিশু ফারজানা ‘হত্যা মামলা’ না নেওয়ায় থানা ঘেরাও
ঝালকাঠির রাজাপুর উপজেলার স্কুলছাত্রী ফারজানা আক্তারের লাশ উদ্ধারের ঘটনায় ‘হত্যা মামলা’ না নেওয়ায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিহতের পরিবার। ‘হত্যাকারীদের’ গ্রেপ্তার ও বিচার দাবিতে আজ মঙ্গলবার সকালে স্থানীয় শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী রাজাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে। এ সময় পুলিশ থানার সামনের প্রধান ফটক আটকে দেয়।
পরে বিক্ষুব্ধরা সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে ফারজানার সহপাঠী ও পরিবারের লোকজন বিচার দাবি করে কান্নায় ভেঙে পড়েন।
মানববন্ধনে ফারজানার মা সালমা বেগম অভিযোগ করেন, উপজেলার পূর্ব বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তারকে প্রায়ই উত্যক্ত করত একই এলাকার আলী মল্লিক, তারেক মল্লিক এবং রানা হাওলাদার। এদের পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল তাদের।
ফারজানার মা দাবি করেন, ‘এর জের ধরে ১ আগস্ট সকালে বাড়ি থেকে বের হলে ফারজানাকে তুলে নিয়ে যায় বখাটেরা। অনেক খোঁজাখুজি করেও ওই দিন তার সন্ধান পাওয়া যায়নি। পরের দিন বাড়ির পাশের পশ্চিম বাদুরতলা খাল থেকে ফারজানার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।’
মৃতদেহ উদ্ধারের পরে বিভিন্ন সময় রাজাপুর থানায় মামলা করার জন্য গেলেও পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ করেন নিহতের মা।
তবে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গিয়াস বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশের ময়না তদন্ত প্রতিবেদনে হত্যার আলামত আসলে হত্যা মামলা দায়ের করা হবে।