বঙ্গবন্ধু সেতুতে ১০ গাড়ির সংঘর্ষ, চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনার পর থেকে সেতুতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে ভোরে তিন ঘণ্টা বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। কুয়াশা একটু কাটার পর যান চলাচল শুরু হয়।
কিন্তু ভোর ৬টার দিকে ঢাকাগামী লেনে প্রথম একটি গাড়িকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এর পর ১০ গাড়ির মধ্যে এই রকম সংঘর্ষ হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে বলেও ওসি জানান।