বিএনপি নেতা আমানের জামিন নাকচ
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় করা নাশকতার ৪৪টি মামলায় জামিন নাকচ করেছেন আদালত।
আজ বুধবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আমানের পক্ষে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবা জামিন চেয়ে আবেদন করেন।
মামলাগুলোর মধ্যে মোহাম্মদপুর থানায় নয়টি, দারুস সালামের ১১টি, মুগদা, মতিঝিল ও যাত্রাবাড়ীর তিনটি করে, পল্টনে পাঁচটি, ওয়ারীতে চারটি, বিমানবন্দর, মিরপুর, কাফরুল, শাহ আলী, শেরেবাংলা নগর ও খিলগাঁও থানায় একটি করে মোট ৪৪টি মামলা রয়েছে।
এর আগে গত ২ আগস্ট আমান বাকি ৫৬টি মামলায় জামিনের আবেদন করলে বিভিন্ন মহানগর হাকিম জামিনের আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।