খাগড়াছড়িতে চার শতাধিক বিএনপি নেতা-কর্মীর আ.লীগে যোগদান
খাগড়াছড়িতে বিএনপির চার শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আজ শুক্রবার বিকেলে খাগড়াছড়ি টাউন হলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার শুরুতে তাঁরা আওয়ামী লীগে যোগ দেন।
জেলা বিএনপির নেতা ও খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান আম্যে মারমা, পানছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চংগ্যা, সদর উপজেলা যুবদলের সভাপতি মো. এরশাদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম জনির নেতৃত্বে বিএনপির চার শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। এ সময় যোগদানকারীরা বঙ্গবন্ধুর আদর্শ ও সরকারের চলমান উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে তাঁদের বক্তব্যে জানান।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি কংজুরী চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলমসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শহরে একটি শোক র্যালি বের করে। র্যালি শেষে বিকেল সাড়ে ৩টায় খাগড়াছড়িতে টাউন হল চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যের সামনে ‘বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাতবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার অপরাজনীতির কারণে বিএনপি থেকে সরে এসে আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হচ্ছেন খোদ বিএনপির নেতা-কর্মীরাই। এতেই প্রমাণিত হয় হামলা-মামলা, ভাঙচুর দিয়ে অগণতান্ত্রিক পন্থায় রাজনীতি হয় না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, বোমাবাজিতে নয়।
কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো লেন, বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশে আওয়ামী লীগের রাজনীতি শূন্য করার চেষ্টা করা হলেও দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে এখন আওয়ামী লীগ ঐকবদ্ধ।
খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আজমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহেদুল আলম, সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা, এস এম সফি, কল্যাণ মিত্র বড়ুয়া, শিক্ষা ও যুববিষয়ক সম্পাদক সম্পাদক দিদারুল আলম, জেলা পরিষদের সদস্য মংসেপ্রু চৌধুরী অপু, নির্মলেন্দু চৌধুরী, শতরূপা চাকম, খোনেশ্বর ত্রিপুরা, অ্যাডভোকেট আশুতোষ চাকমা, নিগার সুলতানা, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা প্রমুখ।