সাংবাদিক মানিক সাহার বার্ষিকী পালন
পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভার মধ্য দিয়ে খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক সাহার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার সকালে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে শহীদ সাংবাদিক স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। খুলনা প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশুর নেতৃত্ব খুলনা প্রেসক্লাব, এস এম জাহিদ হোসেন ও শাহ আলমের নেতৃত্বে খুলনা সাংবাদিক ইউনিয়ন, মানিক সাহার ছোট ভাই প্রদীপ সাহাসহ পরিবার, রতন সেন লাইব্রেরি, উদীচী, ছাত্র ইউনিয়ন পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মকবুল হোসেন মিন্টু, গৌরাঙ্গ নন্দী, কাজী মোতাহার রহমান বাবু, এস এম জাহিদ হোসেন, মল্লিক সুধাংশু।
আলোচনা সভায় বক্তারা মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি করেন। তারা বলেন, এই অভিযোগপত্র তারা প্রথমেই প্রত্যাখ্যান করেছিলেন।
২০০৪ সালে খুলনা প্রেসক্লাবের সামনে চরমপন্থীদের বোমা হামলায় মানিক সাহা নিহত হন।