বাদশা মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ
বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের আজীবন সদস্য, ন্যাশনাল হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রহিম বাদশা মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। গত বছর ১৫ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম বাদশা মিয়া ঢাকা মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ছিলেন একজন সনামধন্য ক্রীড়া সংগঠকও। রাজনীতি করার সুবাদে বঙ্গবন্ধুর সহচার্য পেয়েছিলেন তিনি। ষাটের দশক থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
বাদশা মিয়া বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়ালোকের সিনিয়র ফটো সাংবাদিক আবদুল মুকিত রুবেলের বাবা।
বাদশা মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরান ঢাকার ১৫/১ পাঁচ ভাই ঘাট লেন, রোকনপুরের বাসভবনে আজ শনিবার জোহরের নামাজের পর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ, বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই মিলাদ মাহফিলে অংশ নেন।