খাগড়াছড়িতে বাস খাদে পড়ে ৪০ জন আহত
খাগড়াছড়ির রামগড় উপজেলার যৌথ খামার এলাকায় আজ শনিবার বিকেলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছে।
আহতদের মধ্যে ১০ জনকে রামগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁরা হচ্ছেন ইউনুছ মিয়া, শশাংক ত্রিপুরা, নগেন্দ্র ত্রিপুরা, আবু বকর, ছালেহা বেগম, আবু সাঈদ হেলাল, জাকির হোসেন ও মো. হেলাল। গুরুতর আহত শাহজাহান, সুন্দর আলী, হেলাল উদ্দিন, শুক্কুরসহ আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত যাত্রী আবদুল আজিজ জানান, খাগড়াছড়ি থেকে ফেনীগামী যাত্রীবাহী বাসটি (নম্বর চট্ট মেট্টো জ ০৪-০১৩৯) রামগড়ের যৌথ খামার এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগামী বাসটি রাস্তা থেকে ২০-২৫ ফুট দূরে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে শিশুসহ কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হন। আহত ওই যাত্রী জানান, বাসটির ভেতরে ও ছাদে প্রচুর যাত্রী নিয়ে চালক খুব দ্রুতগতিতে গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে রামগড় হাসপাতালে পাঠান। বাসের চালক পালিয়ে যান।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রামগড় সফররত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুল আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা আহতদের দেখতে রামগড় হাসপাতালে ছুটে যান।
এ সময় পার্বত্য জেলা পরিষদের সদস্য মংশুইপ্রু চৌধুরী অপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকা একমাত্র অ্যাম্বুলেন্সটি দ্রুত মেরামত করার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।