ঝালকাঠি বিএনপির সাধারণ সম্পাদক কারাগারে
২০-দলীয় জোটের আন্দোলন চলাকালে গাড়ি ও স্টিমারে আগুন দেওয়াসহ নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের চারটি মামলায় ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকাল ১১টায় ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ আদেশ দেন।
মনিরুল ইসলাম নূপুরের আইনজীবী হুমায়ুন কবির বাবুল জানান, বিশেষ ক্ষমতা আইনের চারটিসহ মোট ছয়টি মামলায় আজ সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
জামিনের বিরোধিতা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মান্নান রসুল। আদালত উভয়পক্ষের শুনানি শেষে বিশেষ ক্ষমতা আইনের চারটি মামলায় মনিরুল ইসলাম নূপুরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর একটি মামলায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
একই দিন নাশকতার আরেকটি মামলায় ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জাহেদ আহম্মেদ শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
গত ৫ জানুয়ারির পর ঝালকাঠির বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস ও একটি স্টিমারে আগুন দেওয়ার ঘটনায় মনিরুল ইসলাম নূপুরের বিরুদ্ধে এ ছয়টি মামলা করা হয়।