টাঙ্গাইলে বাস খাদে, নিখোঁজ ২
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ আছেন দুজন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসটি জেলার ধনবাড়ী থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আজ সকালে বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসটি মধুপুরের গোলাবাড়ী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়।