নানা আয়োজনে সাংবাদিক পথিক সাহাকে স্মরণ
নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের সাবেক প্রধান প্রতিবেদক ও স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যর কেন্দ্রীয় নেতা প্রয়াত পথিক সাহাকে। পালিত হয়েছে তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকী।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এ উপলক্ষে ‘সমকালীন রাজনীতি ও জনগণের মৌলিক অধিকার’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পথিক সাহা স্মৃতি সংসদের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিক পথিক সাহা স্মৃতি স্বর্ণপদক-২০১৮ ঘোষণা করা হয়। প্রতিবছর মে মাসে পাঁচ ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে।
প্রথমবারের মতো এই পুরস্কারের জন্য মনোনীতরা হলেন—রাজনীতিতে রেলশ্রমিক নেতা জসিমউদ্দিন মণ্ডল (মরণোত্তর), অনুসন্ধানী সাংবাদিকতায় দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক নেসারুল হক খোকন, পরিবেশ রক্ষা আন্দোলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, শিশু সংগঠক হিসেবে কঁচিকাচার মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ, মানবাধিকার রক্ষা আন্দোলনে প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ও খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম। আলোচনায় অংশ নেন ঐক্য-ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, শিশু সংগঠক প্রণয় সাহা, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্পাদক মো. হাসান তারিক চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব ও খেলাঘরের সহসাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু।
পথিক সাহার সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনান সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আঞ্চলিক সমন্বয়কারী মুর্শিকুল ইসলাম শিমুল। এ সময় শোক প্রস্তাব উত্থাপন ও সভা সঞ্চালনা করেন সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও পিটিবিনিউজ ডটকমের প্রধান সম্পাদক আশীষ কুমার দে।
এতে আরো উপস্থিত ছিলেন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া, নৌপরিবহন অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ড. এস এম নাজমুল হক, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন ভুঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, মোর্ছালীন নোমানী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে খেলাঘরের শিশুশিল্পীরা সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করে। কবিতা আবৃত্তি করেন প্রকৌশলী মির্জা সাইফুর রহমান, আবৃত্তিশিল্পী উৎস রায় ও খেলাঘরের শিশু চন্দ্রিমা দেয়া। একক সঙ্গীত পরিবেশন করে খেলাঘরের সৌরভ।
এ সময় বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার সুরক্ষার জন্য শক্তিশালী গণতন্ত্র অপরিহার্য। আর গণতন্ত্রের জন্য প্রয়োজন আইনের শাসন। প্রকৃত গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্রের নাগরিকদের মানবাধিকার পদে পদে ভূলুণ্ঠিত হয়। অবাধ গণতন্ত্র না থাকায় দেশে এখন তাই হচ্ছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক পথিক সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ২৯ জানুয়ারি ভোরে রাজধানীর লালমাটিয়ায় এশিয়াটিক কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৫। তিনি বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে ‘সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদ’ ও পথিক সাহার পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জের গড়পাড়া-গাঙ্গুলীনগর গ্রামের বাড়িতে দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।