রংপুরে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার পর পরই আজ বৃহস্পতিবার রংপুর নগরীর কয়েকটি এলাকায় দলের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন। দফায় দফায় সংঘর্ষ বিকেল পর্যন্ত চলে।
বিকেল ৩টার দিকে নগরীর জাহাজ কোম্পানি, কামাল কাছনা ও পায়রা চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় নগরীর বেতপট্টি এলাকা থেকে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগকর্মীরা লাঠি মিছিল নিয়ে জাহাজ কোম্পানি মোড় এলাকায় এসে পুলিশের সঙ্গে যোগ দেয়। বেশ কিছু সময় ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আতঙ্কে ওই সব এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। বিকেল ৪টার দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে। জাহাজ কোম্পানি মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে।