রংপুরে বিএনপির সম্পাদকসহ দুই নেতা আটক
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেয়নি পুলিশ। আজ শনিবার বিকেলে রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও সহপ্রচার সম্পাদক মোস্তাফিজার রহমান বিপুকে আটক করেছে তারা।
আজ বিকেলে রংপুর নগরীর দলীয় কার্যালয় গ্রান্ড হোটেল মোড়ে মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে সমাবেশ করার চেষ্টা করেন নেতাকর্মীরা। এ সময় পুলিশী বাধার মুখে পড়েন তাঁরা। সেখান থেকে দুই নেতাকে আটক করে পুলিশ।
গতকাল থেকে এ পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা থাকার কারণে আটক করা হয়েছে।