লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের আমিন উল্যাহর মেয়ে এবং উত্তর-পশ্চিম চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী আইমুন আক্তার (৭) এবং একই গ্রামের আমজাদ হোসেন লিটনের মেয়ে বিবি খাদিজা (৩)। তারা সম্পর্কে খালা-ভাগ্নি।
আইমুনের বাবা আমিন উল্যাহ জানান, দুপুরে তারা বিলের মধ্য দিয়ে পাশের বাড়ি যাচ্ছিল। এ সময় তারা একটি খাদে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে ওই খাদ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ শিশু দুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।