এসএসসির আইসিটি প্রশ্ন ফাঁস, যুবককে দুই বছর সাজা
এসএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাবুল হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল মনশুর আলী উচ্চ বিদ্যালয় এসএসসির পরীক্ষাকেন্দ্রের পাশ থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুল হোসেনকে দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তাঁর বাড়ি বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া গ্রামে।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফয়সাল হোসেন জানান, আজ রোববার ছিল এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরুর আগে বাবুল হোসেন মুঠোফোনে প্রশ্ন নিয়ে বাঁশতৈল মনশুর আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের বাইরে ছাত্রছাত্রীদের মুঠোফোনে কাছে প্রশ্ন বিতরণ করছিলেন। এ সময় মুঠোফোনসহ বাবুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি প্রশ্ন পেয়েছেন।
এ ব্যাপারে বাঁশতৈল মনশুর আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সচিব জাকির হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ প্রশ্নসহ যুবককে গ্রেপ্তার করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ সংক্রান্ত) ১৯৮০/৯ (খ) ধারায় গ্রেপ্তারকৃত যুবক বাবুল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।