পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগেই ৪ শিক্ষার্থী বহিষ্কার
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে মুঠোফোনে পরীক্ষার প্রশ্নপত্র দেখার সময় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বহিরাগত এক কলেজছাত্রকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বাইরে এই ঘটনা ঘটে।
আটক সিজেন খান ওরফে আবদুল কাইয়ুমের বাড়ি উপজেলার অর্জুনা গ্রামে। সে ইবরাহীম খাঁ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ জানান, আজ এসএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল। সকালে পরীক্ষা শুরুর আগে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকজন শিক্ষার্থী হলে প্রবেশ না করে মুঠোফোনে প্রশ্ন দেখছিল। খবর পেয়ে পুলিশ সেখান থেকে চারজন শিক্ষার্থীকে আটক করে। এরপর ওই চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রশ্নফাঁসের মূল হোতা পাপ্পু পালিয়ে যায়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিজেন খান ওরফে আবদুল কাইয়ুমকে আটক করে পুলিশে দেওয়া হয়।