গাড়ি পোড়ানোর মামলায় নলছিটির বিএনপির নেতা কারাগারে
উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আজ বুধবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ আদেশ দেন।
মামলার আইনজীবী হুমায়ুন কবির বাবুল জানান, আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপি নেতা। জামিনের বিরোধিতা করেন সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১০ ফেব্রুয়ারি রাতে নলছিটি উপজেলা পরিষদ গ্যারেজে রাখা সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নলছিটি থানায় একটি মামলা করে পুলিশ।