তিন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে
আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সাতক্ষীরা জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া ফেনী, কক্সবাজার, বান্দরবান, হবিগঞ্জ, লালমনিরহাট ও নীলফামারী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা তথ্যকেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বহ্মপুত্র-যমুনা-গঙ্গা-পদ্মা ও মেঘনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি সমতল সামান্য বৃদ্ধি পেতে পারে।
পাউবোর ৮৫টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৭৪টি স্থানে পানি বৃদ্ধি ও নয়টি স্থানে পানি হ্রাস পেয়েছে। দুটি স্থানের তথ্য পাওয়া যায়নি। ১৪টি স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।