দীঘিনালায় বন্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার এক নম্বর মেরুং ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ছোট মেরুং বাজারে বন্যার পানি ওঠায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বড় মেরুং সেতুটি পানিতে ডুবে যাওয়ায় দীঘিনালার সঙ্গে রাঙমাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে, ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৩৫ পরিবার ও হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৩০ পরিবারকে চাল, ডালসহ প্রয়োজনীয় ত্রাণ-সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
গতকাল শুক্রবার প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজ্যরী চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ পাভেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম।
মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, বন্যায় মেরুং বাজারের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরুং ইউনিয়নের বিভিন্ন গ্রামের এক হাজার পরিবারের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে । আমন ক্ষেত ও মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশাররফ হোসেন জানান, ছোট মেরুং ও হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, আধা কেজি তেল দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।