আগামী নির্বাচনে শক্তি পরীক্ষা করতে আসুন, বিএনপিকে কাদের
বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দাবি করেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচনে আবারও তা প্রমাণিত হবে।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলীয় কর্মীদের বাঁচাতে হবে।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে আসুন, শক্তি পরীক্ষা করতে আসুন। বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, গণতন্ত্রবিরোধী সেই অশুভ শক্তি বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। সেটা আগামী নির্বাচনে আবার প্রমাণিত হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নেত্রী (বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া) দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছে। আর বিএনপি বলে, সরকার তাকে জেলে পাঠিয়েছে। এটা কি সরকারের আদেশ না আদালতের আদেশ? তাহলে আন্দোলন কার বিরুদ্ধে? আদালতের বিরুদ্ধে তারা এখন আন্দোলনের ডাক দিয়েছে। আছে মানুষ? টাঙ্গাইলে কেউ আন্দোলনে এসেছে। বিএনপির আন্দোলনে সাড়া দেয়? দেবে না।’
‘এখন বিএনপি বলে, বিএনপিকে নাকি সরকার দেউলিয়া করেছে। আমি বলব, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দেউলিয়া হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের বিএনপিকে দেউলিয়া করতে হবে না।’ বলছিলেন ওবায়দুল কাদের।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘কোন বছর হবে? বিএনপির আন্দোলনে মরা গাঙে জোয়ার আর আসে না। জোয়ার আসে? বিএনপি এখন হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি। ঘরে বসে প্রেস ব্রিফিংয়ে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়।’
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে কর্মি সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক ডা. দীপু মনি, স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।