নূর হোসেনকে এখনই ফেরত দিতে চাচ্ছে না ভারত : আইজিপি
নারায়ণগঞ্জে সাত খুন মামলার অন্যতম আসামি নূর হোসেনের বিরুদ্ধে ভারতে মামলা শেষ না হওয়া পর্যন্ত দেশটি তাঁকে ফেরত দিতে চাচ্ছে না। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক আজ রোববার এই তথ্য জানান।
আজ রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে সামাজিক সংগঠন ‘গ্রিন ফর পিস-এর দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইজিপি।
অনুষ্ঠান শেষে পুলিশ প্রধান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নূর হোসেনের বিরুদ্ধে ভারতে মামলা আছে।ওই মামলা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে দিতে চাচ্ছে না ভারত। আমরা কূটনৈতিক পর্যায়ে আদালতের যা যা কাগজপত্র দরকার তা তাদের দেওয়া হয়েছে। ইন্টারপোলের মাধ্যমেও দেওয়া হয়েছে। আমরা ব্যক্তিগতভাবেও তাদের সঙ্গে যোগাযোগ করেছি। যেহেতু তাদের মামলা রয়েছে, তাই তারা দিতে চাচ্ছে না। তাদের মামলা শেষ হলেই নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা আশাবাদী অচিরেই তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পুলিশের এআইজি গাজী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা আমির খসরু বাবু প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।