লক্ষ্মীপুরে খেলতে খেলতে অসুস্থ ৭ স্কুলছাত্রী
লক্ষ্মীপুরে একটি স্কুলের একই শ্রেণির সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলটির অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার রায়পুর উপজেলার রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের সহপাঠীরা জানায়, আজ স্কুলের মাঠে ছাত্রীরা খেলাধুলা করছি। হঠাৎ দু-তিনজন ছাত্রী চেতনা হারিয়ে মাটিতে পড়ে যায়। তাদের এ অবস্থা দেখে আরো কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির তনিমা, সুবর্ণা, নাভিলা, রাবেয়া, তাসমিম, রাভিনা ও পারভিন। তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর কাদের বলেন, অসুস্থ হওয়া ছাত্রীরা সকালে বাড়ি থেকে কিছু না খেয়ে বিদ্যালয় আসে, যে কারণে তারা অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ওই ক্লাসের (ষষ্ঠ শ্রেণির) সব শিক্ষার্থীকে আজকের জন্য ছুটি দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. রাশেদুর নবী বলেন, হঠাৎ করে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়তে দেখে অন্যরাও অসুস্থ হয়ে পড়েছে। এটি একটি গণমানসিক ভয়ভীতিজনিত রোগ বলে ধারণা করা হয়। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই।