ভোলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল, ৫০ জনকে জেল-জরিমানা
ভোলায় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল করার দায়ে ৫০ জন পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার ভোলার ২২টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২২ জন ম্যাজিস্ট্রেটকে ২২টি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়। জেলার নয় হাজার ৬৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। বাইরে কড়া নিরাপত্তা থাকলেও ভেতরে ছিল মোবাইল ফোনের উৎসব। প্রায় সব পরীক্ষার্থীর কাছেই ছিল মোবাইল ফোন। যদিও আগে থেকে তল্লাশি করার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। তাই নকল হয়েছে মোবাইলের মাধ্যমে।
নকল করার দায়ে ৫০ জনকে জেল-জরিমানা করা হয়েছে বলে জেলা প্রশাসক মো. সেলিম রেজা জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষা সুন্দর করে নিতে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।