সাজা শেষে দেশে ফিরল ৫ কিশোর
ভারতে সাজা ভোগ শেষে পাঁচ বাংলাদেশি কিশোরকে ফেরত পাঠিয়েছে ভারতীয় অভিবাসন পুলিশ।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আড়াই বছর ধরে তারা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে (শিশুনিবাস) আটক ছিল।
ফিরে আসা কিশোররা হলো কিশোরগঞ্জের বাজিতপুরের মোবারক হোসেন, ঢাকার পল্লবীর আকাশ রহমান, কুড়িগ্রামের নাগেশ্বরীর হোসেন আলী, নীলফামারী ডোমারের জিতেন অধিকারী ও ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের শান্ত হোসেন।
হিলি অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান বলেন, আজ হিলি চেকপোস্ট দিয়ে ভারত তাদের হস্তান্তর করে। এ সময় সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিসহ ওই হোমের প্রধান উপস্থিত ছিলেন।
হিলি অভিবাসন কার্যালয় জানায়, পাঁচ বাংলাদেশি কিশোর দালালের মাধ্যমে দিনাজপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করে। এ সময় তারা পুলিশের হাতে ধরা পড়ে। বিনা পাসপোর্টে প্রবেশের অপরাধে ভারতের আদালত তাদের সাজা দেয়।