দিনাজপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
দিনাজপুরের খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে আয়নাল হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আয়নাল হোসেন খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামে আলম হোসেনের ছেলে। সে খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার জানান, বিকেলে বাড়ির আঙিনায় বসে ছিল আয়নাল। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।