চোরাই স্বর্ণালংকার বিক্রির সময় আটক ৩
খাগড়াছড়ির রামগড় বাজারে চোরাই স্বর্ণালংকার বিক্রিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বালা, নেকলেসসহ পৌনে সাত ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিনের নেতৃত্বে এসআই মানিক মিয়াসহ একদল পুলিশ বাজার এলাকায় ওত পেতে থাকে। স্বর্ণালংকার বিক্রির চেষ্টাকালে খাগড়াছড়ির কলমছড়ি গ্রামের হেমন্ত মারমা (৩৫), ভুয়াছড়ির মোতালেব (৩০) ও রামগড়ের বলিপাড়া গ্রামের মো. মোস্তফাকে (৪৪) আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে দুই জোড়া হাতের বালা, দুটি নেকলেস, দুটি আংটি, একজোড়া কানের দুলসহ ছয় ভরি ১৩ আনা ৪ রতি স্বর্ণালংকার ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, আটক ব্যক্তিরা স্বর্ণের মালিকানার কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা স্বর্ণালংকার ডাকাতি করে আনা বা চোরাই হতে পারে এবং তারা আন্তজেলা ডাকাতদলের সদস্য। আটক ব্যক্তিদের মধ্যে হেমন্ত মারমার বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় সাতটি চুরির মামলা রয়েছে। মোস্তফা অজ্ঞান পার্টির সদস্য হিসেবে সিলেটের একটি মামলায় জামিনে আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।