পাটকলের মেশিনে পেঁচাল শাড়ি, নারীশ্রমিক নিহত
দিনাজপুরের হিলিতে ‘আরনু জুট মিল’ নামের একটি পাটকলের টেজার কাটার মেশিনে শাড়ি ও চুল জড়িয়ে এক নারীশ্রমিক নিহত হয়েছেন। আজ সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বিউটি বেগম (৩৫) উপজেলার বোয়ালদাড় গ্রামের আবুল খায়ের আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে জুট মিলের ১ নম্বর টেজার কাটার মেশিনে কাজ করতে যান বিউটি বেগম। এ সময় চলন্ত মেশিনের নিচে বস্তা টানতে গেলে মাথার কাপড় ও চুল মেশিনে পেঁচিয়ে তাঁর দেহ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে জুট মিলসংলগ্ন ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মেশিনের সুইচ বন্ধ করেন। পরে পুলিশ গিয়ে জুট মিলের কক্ষটি বন্ধ করে দেয় এবং ওই নারীর লাশ উদ্ধার করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, নারীশ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা সহিংসতা তৈরি করতে পারে, এমন আশঙ্কা দেখা গিয়েছিল। সে জন্য ওই পাটকলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় পুলিশ সদস্যরা সেখান থেকে ফিরে গেছেন।