রেকারের চাকায় পিষ্ট যুবলীগ নেতা
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি রেকারের চাকায় পিষ্ট হয়ে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের সাধেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম জাবেদ (৪২) চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত অজি উল্যার ছেলে এবং চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
এ ঘটনায় নিহতের ক্ষুব্ধ স্বজনরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, নুরুল ইসলাম জাবেদ চন্দ্রগঞ্জ বাজার থেকে বাজার করে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি রেকার লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। জাবেদ রেকারটি ওভারটেক করার সময় পিছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।