ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ২, আহত ২
ঠাকুরগাঁওয়ের দুটি উপজেলায় আজ রোববার বজ্রপাতে দুজন মারা গেছেন। আহত হয়েছেন দুজন।
সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুকুট চৌধুরী জানান, আজ দুপুর ১২টার দিকে মুষলধারে বৃষ্টির সময় ইউনিয়নের শাহাপাড়ার এলাকার আশরাফুল মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাত হলে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম জানান, উপজেলার কান্দাল গ্রামে আজ বজ্রপাতে রিয়াজুল (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
একই সময়ে বজ্রপাতে আহত হয়েছেন পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড়ে গ্রামের সিরাজুল ইসলাম (৩৫) ও সিন্দাগড় গ্রামের আশোবালা (৪০)। তাঁদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।