বিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের বিরামপুর উপজেলার সারাঙ্গপুর গ্রামে পানিতে ডুবে ইউসুফ আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিরামপুর পৌর শহরের সারাঙ্গপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ আলী সারাঙ্গপুর এলাকার আরিফুল ইসলামের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।